বাকৃবিতে কর্মকর্তা পরিষদের অভিষেক অনুষ্ঠিত 

May 28, 2024 - 14:51
 0  132
বাকৃবিতে কর্মকর্তা পরিষদের অভিষেক অনুষ্ঠিত 
ছবি- প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ২৮ মে (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মকর্তা পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাকৃবি কর্মকর্তা পরিষদের সভাপতি আরীফ জাহাঙ্গীরের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক মো. আবুল বাসার আমজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রেজিস্ট্রার মো. অলিউল্লাহ এবং কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাইদুর রহমান। এছাড়া কর্মকর্তা পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিষেক অনুষ্ঠানে কর্মকর্তা পরিষদ কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাকৃবি উপাচার্য।

এসময় বাকৃবি কোষাধ্যক্ষ মো. সাইদুর রহমান বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় বাকৃবির ভূমিকা অদ্বিতীয়। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং খাদ্য নিরাপত্তার এই সাফল্যে বাকৃবির শিক্ষকবৃন্দ ছাত্রদের অক্লান্ত পরিশ্রম এবং গবেষণার সাথে কর্মকর্তা, কর্মচারীরাও সমমানের ভূমিকা পালন করে আসছেন। আমি আশা রাখছি, এবছরের কমিটিও তাদের দায়িত্ব আন্তরিকতা এবং নিবেদিত প্রাণ হয়ে যথার্থভাবে পালন করবে।

রেজিস্ট্রার মো. অলিউল্লাহ বলেন, বিগত সময়ের মতো বর্তমান কমিটিও কর্মকর্তাদের পাশে থাকবে। তাদের ন্যায়সংগত যৌক্তিক দাবিসমূহ মাননীয় উপাচার্যের সাথে আলোচনা করে দাবি আদায়ে সচেষ্ট থাকবে বলে আশা করি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এমদাদুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মান বৃদ্ধি করতে যা যা করণীয়, কর্মকর্তা পরিষদের সদস্যরা তা করবেন বলে আমি আশা করি। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। কর্মকর্তাদের ন্যায়সংগত যে কোন দাবি পূরণে বিশ্ববিবিদ্যালয় পাশে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online