যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র উদ্ধার

May 12, 2025 - 00:01
 0  7
যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র উদ্ধার
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, ১১ মে (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদ সদস্যসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার রাত ৩টা থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে পুরুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনিস শেখ (৫০), একই গ্রামের নাজিম উদ্দিন শেখ (৩৮) ও চঞ্চল মোল্যাকে (৩৬) আটক করা হয়।
এ সময় একটি শুটার গান, তাজা কার্তু ছয় রাউন্ড, ব্ল্যাংক কার্তুজ ১৭ রাউন্ড, ট্যাটা একটি, শটগানের কভার, চাইনিজ কুড়াল, ছুরি ও ধনুক দু'টি করে, ঢাল ছয়টি, স্যানদা (ধারালো অস্ত্র) ও বল্লম সাতটি করে, সড়কি ১৯টিসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করেছে যৌথবাহিনী।
কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online