বিএনপির উদ্যোগে মাদক সন্ত্রাস বিরোধী সমাবেশ ও গণস্বাক্ষর

May 12, 2025 - 00:26
 0  7
বিএনপির উদ্যোগে মাদক সন্ত্রাস বিরোধী সমাবেশ ও গণস্বাক্ষর
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার পিরোলী ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া  মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন পেশার মানুষের গণস্বাক্ষর নেয়া হয়।
সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন আমেরিকার টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক পিরোলী গ্রামের সন্তান শেখ জহিরুল ইসলাম জহির।
পিরোলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাবেজ শেখের সভাপতিত্বে শান্তি সমাবেশে স্বাগত বক্তব্য দেন কালিয়া উপজেলা
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাফ উদ্দিন আনসারী।
ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জেষ্ঠ্য প্রভাষক আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সমাবেশে আরো বক্তব্য দেন পিরোলী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক রেজাউল করিম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, পিরোলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকতিয়ার গাজী, সাংগঠনিক সম্পাদক রহমত হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল শেখ, শিক্ষক মহব্বত হোসেন, বিএনপি নেতা আব্দুল্লাহ শেখ, আলাউদ্দিন শেখ, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আলমগীর মোল্যা ও যুবদল নেতা শেখ মোফাজ্জেল হোসেন।
প্রধান অতিথিসহ বক্তারা বলেন, পিরোলীতে বিএনপির নাম ব্যবহার করে কেউ মাদকের বেচাকেনায় জড়িত থাকলে কিংবা সেবন করলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এছাড়া কেউ সন্ত্রাস কিংবা চাঁদাবাজি করলে তাকেও আইন-শৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার বাইরে কেউ কোনো অন্যায়-অপকর্মের সঙ্গে জড়িত থাকলে তা মেনে নেয়া হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online