ডাবলিনে উৎসব মুখর বৈশাখী মেলা অনুষ্ঠিত

May 5, 2025 - 17:04
 0  8
ডাবলিনে উৎসব মুখর বৈশাখী মেলা অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

মো: সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন)

বাংলা ক্যালেন্ডারে পহেলা বৈশাখ বেশ কিছুদিন আগেই চলে গেছেদেশে এদিনকে ঘিরে আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠানেরকিন্তু বিদেশের মাটিতে চাইলেও সঠিক সময়ে পালন করা সম্ভব হয় না বাঙালির এই প্রাণের উসবতারপরও বাঙালী যেখানেই যায়, সঙ্গে করে নিয়ে যায় নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকেআর সেই ধারাবাহিকতায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনন্দ উদ্দপনায় সম্প্রতি পালন করা হয় বাংলা নববর্ষ-১৪৩২

সম্প্রতি ডাবলিনের কিলনা মানাঘ পারিবারিক বিনোদন কেন্দ্রে বেঙ্গলী কালচারাল সেন্টার আয়ারল্যান্ডের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়উক্ত মেলায় আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনসহ পরিবার-পরিজন নিয়ে বাংলাদেশিদের সমাগম হয়

মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পিঠাপুলি, ইলিশ পান্তা, বিরিয়ানীর আয়োজছিল সবার জন্যবেনারসি শাড়ি, জামা কাপড়, কাচের চুড়ির দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়এছাড়া বৈশাখী মেলায় বাঙালির কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে ছিল কবিতা আবৃত্তি, গান, নাচসহ নানা আয়োজন

সবশেষ আয়োজন ছিল রাফেল ড্রফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছেন একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ছিল একটি ট্যাবলেট, তৃতীয় পুরস্কার ছিল স্মার্টওয়াচপুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী এই আয়োজনের

মেলার আয়োজক ছিলেন রন্টি চৌধুরী এবং দিদারুল আলমদিদারুল আলম জানান, প্রবাস জীবনের নানা ব্যাস্ততার মাঝেও বছরের এই একটা দিনের জন্য বাঙালী কমিউনিটির সবাই অপেক্ষায় থাকেনঅন্যান্য বছরের ন্যায় ভবিষ্যতেও আমরা এমন মেলার আয়োজন করবো যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম পরিচিত হতে পারেন আমাদের বাঙালী ইতিহাস, ঐতিহ্য আর কৃষ্টির সাথে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online