আয়ারল্যান্ডের সর্বোচ্চ যুব পুরস্কার পেলেন বাংলাদেশি কামাল

মো: সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন)
প্রথম বাংলাদেশি কোনো মেডিক্যাল শিক্ষার্থী হিসেবে আয়ারল্যান্ডের 'গেইস প্রেসিডেন্টস গোল্ড মেডেল' অর্জন করেন তাহসিন কামাল।
রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্সের কাছ থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। গেইস পুরস্কার আয়ারল্যান্ডের একটি ব্যক্তিগত উন্নয়নের আওতায় জাতীয় যুব পুরস্কার যা ১৪-২৫ বছর বয়সী তরুণ তরুনীরা নিজেদের যোগ্যতা প্রমাণ সাপেক্ষে পেয়ে থাকেন।
সম্প্রতি আয়ারল্যান্ডের ডাবলিনের ফিনিক্স পার্কে রাষ্ট্রপতির বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
গলওয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শেষ বর্ষের ছাত্র তাহসিন কামাল বাংলাদেশের স্কলাস্টিকা থেকে তার স্কুল শেষ করেন। ২০২০ সালের আগস্টে কোভিড-১৯ মহামারীর সময় তিনি গলওয়ে বিশ্ববিদ্যালয়ে স্নাতক মেডিকেল ডিগ্রি (এমবিবিএস) করার জন্য আয়ারল্যান্ডে আসেন।
উল্লেখ্য, ১৯৮৫ সালে আয়ারল্যান্ডের তৎকালীন রাষ্ট্রপতি প্যাট্রিক জে. হিলারি দ্বারা 'গেইস প্রেসিডেন্টস গোল্ড মেডেল' এওয়ার্ড প্রদান চালু হয়। এটি আয়ারল্যান্ডে সর্বোচ্চ স্তরের জাতীয় যুব পুরস্কার।
What's Your Reaction?






