সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে চীন: চীনা রাষ্ট্রদূত

মো: সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন)
একদিকে ভারত-পাকিস্তান যুদ্ধরত অবস্থা, অন্যদিকে এশিয়ায় আধিপত্য ও কর্তৃত্বের লড়াইয়ে জড়িয়ে আছে ক্ষমতাশালী দেশগুলো। এ অবস্থায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় পাশে থাকবে চীন। এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার বাংলাদেশ ও চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।
ইয়াও আরো বলেন, ‘ভারত-পাকিস্তানের উত্তেজনা প্রশমনের জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা উচিত। এমন সংকটময় সময়ে চীন সবসময়ই সত্যের পক্ষেই থাকবে। একইসঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়ও পাশে থাকবে চীন’।
তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে। কমাতে হবে তাদের মধ্যকার উত্তেজনা।
মে মাসের শেষ দিকে বিশাল বহরের ব্যাবসায়ী বিনিয়োগকারী সহ দেশটির বাণিজ্য মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন। ইয়াও ওয়েনের দাবি, প্রায় ১০০ জনের মতো এতবড় বাণিজ্যিক প্রতিনিধি দল এর আগে কখনো বাংলাদেশে আসেনি। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো গভীর ও প্রসারিত হবে বলে তিনি জানান।
এ বিষয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও বলেন, স্থিতিশীলতা ছাড়া কোনো ধরণের অগ্রগতি কোনোভাবেই সম্ভব নয়। আর বর্তমান সরকারের নেয়া সংস্কার উদ্যোগ বিষয়ে তিনি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে খোলামেলা কথা বলতে চাই না।
What's Your Reaction?






