আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ তিন জন গ্রেফতার

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে একটি পিকাপভ্যান, একটি মেটর সাইকেল, একটি সিএনজি ও ৭টি গরুসহ আন্তঃজেলা ডাকাত দলের প্রধান কানুসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ডাকাত দলের প্রধান কানুর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে ডাকাতি করা এসব মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন এখলাসপুর গ্রামের আন্তঃজেলা ডাকাত দলের প্রধান কানু (৪৫), ডাকাত দলের সদস্য শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের শরিফুল (২৩) ও একই ইউনিয়নের ধোবড়া গ্রামের রাকিব (২৪)। বুধবার সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রেজাউল করিম এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের অন্তগর্ত পলাশবাড়ী আড়গাড়াহাট গ্রামস্থ ১নং ধৃত আসামী কানু ডাকাতের বসতবাড়ীতে কতিপয় ডাকাত চোরাই গরু বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শাকিল হাসান তাঁর টিম নিয়ে কানু ডাকাতের বসতবাড়ীতে উপস্থিত হলে কানু ডাকাতসহ অন্যান্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিন জন ডাকাতকে গ্রেফতার করা হয়। এসময় ২/৩ জন ডাকাত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মোট ৭টি গরু এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি, ১টি সিএনজি ও ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা ঘটনার কথা স্বীকার করে। উপরোক্ত আসামীদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার), বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্যসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন, উক্ত ঘটনায় শিবগঞ্জ থানায় এস আই (নিরস্ত্র) মোঃ আব্দুল আলীম বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
What's Your Reaction?






