ফেসবুকে গৃহবধূর অশ্লীল ছবি শেয়ার, গ্রেফতার ২

Jul 15, 2024 - 21:47
 0  108
ফেসবুকে গৃহবধূর অশ্লীল ছবি শেয়ার, গ্রেফতার ২
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, জুলাই (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে দুটি ভুয়া আইডিতে পোস্ট করার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে পাঁচগ্রাম ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) ও রাসেল মোল্যাকে (৩১) গ্রেফতার করা হয়েছে। এর আগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ওইদিন কালিয়া থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামিরা এডিট করে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করে। দুটি ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত আজেবাজে, নোংরা ও কূরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করতে থাকে। এ পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রী মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দুটি ফেসবুক আইডির সূত্র ধরে দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online