সীমান্তে মাদক হস্তান্তরের সময় ভারতীয় চোরাকারবারি আটক

Feb 27, 2025 - 04:39
 0  23
সীমান্তে মাদক হস্তান্তরের সময় ভারতীয় চোরাকারবারি আটক
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পণ্য হস্তান্তরের সময় একজন ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির সদস্যরা।
আটককৃত ব্যক্তি হলেন মালদা জেলার কালিয়াচক থানার দুইশত বিঘি গ্রামের জিহাদ শেখ (২১)। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারী বিকেল সাড়ে তিনটার দিকে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৭৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর নামক স্থান হতে একজন ভারতীয় চোরাকারবারী জিহাদ শেখ ও বাংলাদেশী চোরাকারবারী মোঃ সুজন মিয়া মধ্যে চোরাচালানী পণ্য হস্তান্তর করার সময় টহলদল একজনকে আটক কতে সক্ষম হয়। এ সময় বাংলাদেশী চোরাকারবারী মোঃ সুজন মিয়া পালিয়ে যায়। আটককৃত ভারতীয় চোরাকারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online