আনসার সমাবেশে সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ওপর গুরুত্বারোপ

Feb 26, 2025 - 21:21
 0  6
আনসার সমাবেশে সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ওপর গুরুত্বারোপ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
আগামি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু-সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে যথাযথ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেছেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক নূরুল হাসান ফরিদী।

বুধবার প্রধান অতিথির বক্তব্যে শিল্পকলা একাডেমি মিলনায়তনে নড়াইল জেলা সমাবেশে আনসার ও ভিডিপি সদস্যদের এ ব্যাপারে সর্তক হওয়ার আহ্বান জানান তিনি। উপ-মহাপরিচালক নূরুল হাসান ফরিদী আরো বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা জনকল্যাণে সবসময় কাজ করে থাকেন। ৫ আগস্ট পরবর্তী সময়েও মাঠে থেকে যথাযথ দায়িত্ব পালন করেছেন সবাই। এখনও সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।  
নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, সহকারী পুলিশ সুপার কিশোর রায়, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট নুরুল আবছারসহ অনেকে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা এ সমাবেশের আয়োজন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online