ষাঁড়ের দৌড় খেয়ে যুবকের মৃত্যু! মানা হচ্ছে না হাইকোর্টের রায়!

Sep 23, 2025 - 06:33
 0  13
ষাঁড়ের দৌড় খেয়ে যুবকের মৃত্যু! মানা হচ্ছে না হাইকোর্টের রায়!
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, সেপ্টেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামে ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে ষাঁড়ের দৌড় খেয়ে রমেন মোল্যা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। খুলনা থেকে বুধবার রমেনের মরদেহ বাড়িতে আনা হয়েছে। তিনি পেশায় টিউবওয়েল মিস্ত্রি।
রমেন কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে। রমেন প্রায় আট কিলোমিটার দুর থেকে রুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে অনুষ্ঠিত ষাঁড়ের লড়াই দেখতে গিয়ে গুরুতর আহত হন।
রমেনের মামাতো ভাই আনিস শেখসহ প্রত্যক্ষদর্শীরা জানান, লড়াই শুরু হলে হঠাৎ করে একটি ষাঁড় মাঠ থেকে বাইরের দিকে দৌড় দেয়। আত্মরক্ষার্থে দর্শকেরা দৌড়াদৌড়ি শুরু করেন। এক পর্যায়ে রমেন ষাঁড়ের দৌড় খেয়ে পড়ে গিয়ে খাবারের ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ষাঁড়টি রমেনকে চেপে ধরে। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। আহত রমেনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে বিভিন্ন পেশার মানুষ জানান, ষাঁড়ের লড়াই অমানবিক কাজ। শুধুমাত্র বিনোদনের জন্য ষাঁড়ের লড়াই কাম্য হতে পারে না। এতে ষাঁড়ের যেমন কষ্ট হয়, তেমনি ষাঁড়ের জীবনের ঝুঁকিও বেড়ে যায়। এছাড়া যারা ষাঁড়ের লড়াই দেখতে যান, সেইসব দর্শকও চরম ঝুঁকির মধ্যে পড়ে যায়। ১৫ সেপ্টেম্বর রুখালী গ্রামে ষাঁড়ের লড়াই দেখতে জীবন গেল রমেন নামক যুবকের। এছাড়া যেখানে ষাঁড়ের লড়াই হয়, তার আশেপাশের রাস্তাগুলোতে যানবাহন চলাচলে বিঘ্নসহ চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়।
তাই, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর খেলার নামে ষাঁড়, মোরগ, ছাগল লড়াই ও কুকুর নিধন বন্ধে নির্দেশ দেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি সংগঠন এই রিট আবেদনটি করে। তবুও হাইকোর্টের নির্দেশ অমান্য করে এসব লড়াই আয়োজন করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online