বিজিবির পৃথক অভিযানে মদ, নৌকা ও মোবাইল জব্দ
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পৃথক দুইটি অভিযানে ভারতীয় ৪৪ বোতল মদ, একটি ইঞ্জিনচালিত নৌকা এবং ৫৪টি মোবাইল ফোন জব্দ করেছে।
বিজিবি জানায়, বিশেষ তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামের সাদ্দামের চর এলাকায় টহল পরিচালনা করে ৪৪ বোতল ভারতীয় মদ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন ভোরে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের হলুদিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৪টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দকৃত মদ ও নৌকা শিবগঞ্জ থানায় এবং মোবাইলগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
What's Your Reaction?

