নিহত হৃদয়ের পরিবারের পাশে পবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীরা

Aug 14, 2024 - 21:42
 0  29
নিহত হৃদয়ের পরিবারের পাশে পবিপ্রবি শিক্ষক-শিক্ষার্থীরা
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হৃদয় তরুয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীরা।

বুধবার পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় ভাড়া বাসায় এসে নিহত হৃদয়ের পরিবারের সদস্যদের সমবেদনা জানান তাঁরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার (২২)।

শিক্ষক-শিক্ষার্থীদের কাছে পেয়ে হৃদয়ের বাবা রতন চন্দ্র তরুয়া, মা অর্চনা রানী ও বোন নিতু রানী কান্নায় ভেঙে পড়েন। শিক্ষকেরা হৃদয়ের মাবাবাকে সান্ত্বনা দেন এবং তাঁদের পাশে থাকার কথা বলেন। এ সময় শিক্ষকেরা হৃদয়ের বাবা-মায়ের হাতে ফলের ঝুড়ি ও নগদ কিছু টাকা তুলে দেন। সেই সঙ্গে হৃদয়ের বোনের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ারও আশ্বাস দেন।

পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক মো. জামাল হোসেন, অধ্যাপক মো. মাসুদুর রহমান, অধ্যাপক সুজাহাঙ্গীর কবীর, অধ্যাপক মামুনুর রশীদ, অধ্যাপক মো. সাইফুল ইসলাম, অধ্যাপক মো. আবদুল মালেক, অধ্যাপক আবু ইউসুফ, অধ্যাপক নেছার উদ্দিন, অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মো. আমিনুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক প্রতিনিধিরা।

অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, মেধাবী শিক্ষার্থী হৃদয় যেভাবে মারা গেছেন, এটি কারও কাম্য নয়। নিহত হৃদয়ের পরিবারের জন্য যা যা করণীয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তা করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online