পবিপ্রবি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন মুখ

Aug 15, 2024 - 03:17
 0  27
পবিপ্রবি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন মুখ
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের পর শিক্ষার্থীদের তোপের মুখে একাধারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলো থেকে পদত্যাগ করছেন শিক্ষক-কর্মকর্তারা। একইভাবে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রশাসনিক পদগুলোতেও এসেছে ব্যাপক রদবদল। পবিপ্রবির রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন ও বিভিন্ন হলের প্রভোস্ট পদগুলোতে পরিবর্তন এসেছে, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নতুনরা।

বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুর সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ও শিক্ষার্থীদের সাথে অসদাচরণের কারণে তাকে সরিয়ে কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে দায়িত্ব দেওয়া হয়। 

পরবর্তীতে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত অফিস নোটিশে নতুন প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ইকোনমিকস এন্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক আবুল বাশার খান। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এবিএম মাহবুব মোর্শেদ খান এর মেয়াদ শেষ হওয়ায় তাঁর পরিবর্তে ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগ এর সহযোগী অধ্যাপক ড. মো. জিল্লুর রহমানকে এবং আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন হিসেবে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক মোঃ আবদুল লতিফকে দায়িত্ব প্রদান করা হয়।

একই দিনে রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত নোটিশে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে প্রভোস্ট নিয়োগ দেয়া হয়। শের-ই-বাংলা হল-১ এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মালেক, শের-ই-বাংলা হল-২ এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: নিজাম উদ্দিন, কবি বেগম সুফিয়া কামাল হল এ কৃষি অনুষদের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো: মেহেদী হাসান সিকদার, এম. কেরামত আলী হল এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের কৃষি প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেনশেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এ প্রভোস্ট হিসেবে কৃষি অনুষদের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক মো: মাসুদুর রহমান দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়া বরিশালের (বহি:ক্যাম্পাস) বাবুগন্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হল এর প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করবেন এএনএসভিএম অনুষদের এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগের অধ্যাপক ড. মো: নাইমুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online