পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

Sep 29, 2025 - 13:29
 0  66
পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
‘জুলাই সনদের আইনি ভিত্তি’সহ পাঁচ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার পৌর পার্কে অনুষ্ঠিত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের জন্য জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া জরুরি। জনগণের জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে আবারো রাজপথে নামতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
জেলা আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online