নড়াইলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

Sep 12, 2024 - 18:02
 0  28
নড়াইলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল  
নড়াইল সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নির্বাহী কমকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাংবাদিক এম মুনীর চৌধুরী, সুলতান মাহমুদ, হাফিজুর রহমান, তারিকুজ্জামান লিটু, গুলশান আরা, অশোক কুন্ডু, ফরহাদ খান, সাজ্জাদ হোসেন, আজিজুল ইসলাম, নন্দিতা বোস, ইমরান হোসেন, আল আমিনসহ অনেকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, আমি সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
রিপন বিশ্বাস ৩৪তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত হয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ইউএনও হিসেবে কুষ্টিয়ার খোকসা ও যশোর সদর উপজেলায় কর্মরত ছিলেন। ১০ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলা ইউএনও হিসেবে কার্যক্রম শুরু করেন। রিপন বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সন্তান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online