নড়াইলে নবাগত পুলিশ সুপারের সাথে জামায়াত নেতাদের সাক্ষাৎ

Sep 12, 2024 - 17:56
 0  28
নড়াইলে নবাগত পুলিশ সুপারের সাথে জামায়াত নেতাদের সাক্ষাৎ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলের নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের সাথে জেলা জামায়াতে ইসলামীর নেতারা সৌজন্য সাক্ষাত করেছেন।

বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত নেতারা। পুলিশ সুপারকে বইও উপহার দেয়া হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারী ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জেলা কর্মপরিষদ সদস্য আইয়ুব হোসেন খান, হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা আমির হাফেজ মিরাজুল ইসলাম, নড়াইল পৌর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ অনেকে।
এদিকে, আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু-সুন্দর ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি দুর্গোৎসবে বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে মন্ডপে নিরাপত্তা ব্যবস্থার পরামর্শ দেয়া হয়।
কাজী এহসানুল কবীর ৯ সেপ্টেম্বর নড়াইলের পুলিশ সুপার হিসেবে কার্যক্রম শুরু করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online