চাঁপাইনবাবগঞ্জে বিজিবি অভিযানে প্রায় ৪ কেজি হেরোইন ও নৌকা জব্দ

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃক জেলার সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে বিশেষ অভিযানে ৩ কেজি ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন সদৃশ বস্তু ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাখেরআলী বিওপির টহলদল শুক্রবার দুপুরে পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় নৌকাযোগে দুই ব্যক্তি গোয়ালডুবি ঘাটে আসলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। তবে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন মো. আব্দুল করিম (৩৫) ও মো. ওয়াসিম (৩১)। দুজনেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী গ্রামের বাসিন্দা।
পরে নৌকা তল্লাশি করে ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন সদৃশ বস্তু উদ্ধার করা হয়। নৌকাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে পলাতক আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা সর্বদা সচেষ্ট রয়েছে।
What's Your Reaction?






