মাদক সরবরাহকালে তিন মাদকব্যবসায়ীকে পুলিশে হস্তান্তর
জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদক সরবরাহকালে বহিরাগত তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে পবিপ্রবির শের-ই-বাংলা হল-১ এ মাদক সরবরাহকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানের নেতৃত্বে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমানসহ একটি টিম হল পরিদর্শনকালে শের-ই-বাংলা হল-১ এ গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে বহিরাগত তিন মাদক ব্যবসায়ীকে মাদক সরবরাহকালে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিসার মোঃ নাজমুল হুদা(২৬), মোঃ হাসান সর্দার (২৪) এবং মোঃ আবু বকর (২৫)। পরবর্তীতে রাত ১১টা ৩০ মিনিটে দুমকি থানা পুলিশের নিকট তাদরকে সোপর্দ করা হয়।
এই বিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় সবকিছুই করা হবে। ক্যাম্পাসের ভেতরে মাদক সেবন, কেনা-বেচা বন্ধে তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
What's Your Reaction?