চাঁপাইনবাবগঞ্জে ১৯ মামলার আসামি ‘ভটা চোর’ আবারও গ্রেপ্তার

Apr 22, 2025 - 18:28
 0  22
চাঁপাইনবাবগঞ্জে ১৯ মামলার আসামি ‘ভটা চোর’ আবারও গ্রেপ্তার
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ১৯ মামলার আসামি আরিফুল ইসলাম  ভটা (৩০) ওরফে ভটা চোরকে চুরি করা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আবাও গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

একই অভিযানে চোরাই সোনাসহ চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বর্ণকার পট্টির শিল্পী জুয়েলার্সের স্বত্বাধিকারী স্বাধীন নন্দীকে (৫৩) গ্রেপ্তার করা হয়। আরিফুল ইসলাম ভটা সদর উপজেলার বারঘরিয়া মাষ্টারপাড়া গ্রামের এবং স্বাধীন নন্দী শহরের শিবতলা কর্মকারপাড়া মহল্লার বাসিন্দা

মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ক্রাইম) ওয়াসিম ফিরোজ।

তিনি বলেন, ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াগোলা গাইনপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোমিনুল ইসলামের বাড়িতে চুরি হয়। চোর দোতলার বারান্দার দরজা ভেঙে শয়নকক্ষে প্রবেশ করে ওয়ার্ডরোব ও শোকেস থেকে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান শুরু করে ২১ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে ভটাকে জেলার নাচোল উপজেলা থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুসারে তার বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার উদ্ধার হয়। এছাড়া তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে শিল্পী জুয়েলার্স থেকে কিছু ভাঙ্গা (ঝুর) পাকা স্বর্ণ উদ্ধার হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, মাদক ও মারামারির ১৯টি মামলা রয়েছে।
এর আগেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। বারবার সে জামিনে বেরিয়ে এসে আবারো চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতে তোলা হয়। ভটার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। মামলার তদন্ত চলছে ও  চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online