ঈদের ছুটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

Apr 16, 2024 - 04:09
 0  77
ঈদের ছুটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নড়াইলে আলাদা দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে পাঁচজন মোটরসাইকেল আরোহী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ১১ এপ্রিল ঈদের দিন রাত ৮টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের ডৌতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুপারি গাছের সঙ্গে  ধাক্কা লেগে দুইজন নিহত হ। এর মধ্যে মোটরসাইকেল আরোহী ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে আলসাফ মাতুব্বর (২২)। অপরজন পথচারী তরিকুল শেখ (৪৫)। তার বাড়ি নড়াইলের লক্ষীপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে।
এ দুর্ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল আরোহী ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের মোস্তাক সর্দার (২২) এবং একই জেলার নগরকান্দা থানার আইনপুর এলাকার মুস্তাকিন (২০)। আহত দুইজন নিহত আলসাফের বন্ধু। তিন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে ফরিদপুর থেকে নড়াইলে আসার পথে সদরের ডৌতলা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় তাদের মোটরসাইকেলের ধাক্কায় পথচারী তরিকুল শেখ নিহত হন। তরিকুল ঈদের সময় নড়াইল সদরের মুলদাইড় গ্রামে বোনের বাড়ি বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন। এ সময় তিনি চা পানের জন্য বোনের বাড়ির পাশে বেরিয়েছিলেন।
এদিকে, নড়াইল-ঢাকা মহাসড়কের ঘোষবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তপু ঘোষ (২৭) নিহত হয়েছে। ঈদের তৃতীয় দিন ১৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তপু মুলদাইড় গ্রামের সঞ্জিত ঘোষের ছেলে। এ দুঘটনায় তিনজন আহত হযেছে। আহতরা হল নড়াইলের মুলদাইড় গ্রামের সমীর ঘোষের ছেলে সঞ্জয় ঘোষ এবং যশোরের অভয়নগর থানার শংকরপাশা গ্রামের মাহবুব আলমের ছেলে আয়াদ ও তালতলা গ্রামের তানভির জিহাদ।
পুলিশ ও এলাকাবাসী জানান, নড়াইলের মুলদাইড় গ্রাম থেকে প্রতিবেশি সঞ্জয় ঘোষের সঙ্গে ঘুরতে বের হ তপু। এ সময় তপুদের মোটরসাইকেল পাশের রাস্তা থেকে মহাসড়কে উঠার পর অপর মোটরসাইকেলটি তাদের ধাক্কা দেয়।
এ ব্যাপারে নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক শওকত হোসেন বলেন, ঈদের সময় আলাদা দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online