চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে দশটি ভারতীয় মহিষ জব্দ

Feb 20, 2025 - 16:57
 0  10
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে দশটি ভারতীয় মহিষ জব্দ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ
ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় ১০টি ভারতীয় মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৩ বিজিবির সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চরবাডাংগা গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় বৃহস্পতিবার রাত পৌনে তিনটা সীমান্তের নিকটবর্তী একটি মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ১০টি মহিষ জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান জানান, অত্র ব্যাটালিয়নের চরবাগডাংগা বিওপির একটি টহলদল সাদ্দামেরচর এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। তৎক্ষণাৎ টহলদল উক্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করলে সীমান্তের নিকটবর্তী মাঠে ১০টি মহিষ মালিকবিহীন অবস্থায় বাঁধা অবস্থায় পায়। পরবর্তীতে জানা যায়, মহিষগুলো চোরাচালানের উদ্দেশ্যে ভারত হতে এনে ঐ স্থানে বেঁধে রাখা হয়েছিল। মহিষগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের প্রচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র ও মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল ও গবাদিপশু চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online