এনএসআই কর্মকর্তা ও বিএনপি নেত্রীর ছেলে গ্রেফতার

নড়াইল, ২৩ ফেব্রুয়ারি (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া এলাকার সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে লুটপাটের অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ পর্যায়ের কর্মকর্তা ইয়াছিন হোসেন (২৭) ও জেলা মহিলা দলের সভানেত্রীর ছেলে শাহরিয়ার জামান শশীসহ (৩৫) চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার রাতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত। এর আগে ২১ ফেব্রুয়ারি রাতে সৌমেন্দ্রনাথের বাড়ি থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঝিনাইদহ সদরের কাঞ্চনপুর মধ্যপাড়া নিবাসী নড়াইলে এনএসআই অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা ইয়াছিন হোসেন, নড়াইল শহরের ভওয়াখালী মধ্যপাড়ার আরিফুজ্জামান, জেলা মহিলা দলের সভানেত্রীর ছেলে দুর্গাপুর এলাকার শাহরিয়ার জামান শশী ও সদরের সুবুদ্দীডাঙ্গা গ্রামের সোহাগ মোল্যা।
পুলিশ জানায়, শুক্রবার রাতে এনএসআইয়ের কর্মকর্তা ইয়াছিন হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের পরিচয়ে কালিয়ার খড়রিয়া চরপাড়া গ্রামে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে তল্লাশি করতে যান ওই চারজন। এ সময় ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় তারা।
বিষয়টি সৌমেন্দ্রনাথের পরিবারসহ প্রতিবেশিদের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দেন ভুক্তভোগীরা। খবর পেয়ে ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের আটক করেন। এ সময় লুটকৃত সোনার চেইন, কানের দুলসহ দুই ভরির বেশি স্বর্ণালঙ্কার এবং এক লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার বিকেলে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






