‘জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ অপরাধীদের ধরতে ঝাঁপিয়ে পড়ে’

Mar 10, 2024 - 20:19
 0  60
‘জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ অপরাধীদের ধরতে ঝাঁপিয়ে পড়ে’
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, পুলিশ জনগনের বন্ধু। প্রতিটি সঙ্কটের মূহুর্তে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কাজ করেন। জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে ঝাঁপিয়ে পড়েন। অনেক সময় হতাহতের ঘটনা ঘটে। এছাড়া দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক পুলিশ সদস্য জীবন দিয়েছেন। তাদের কথা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
জেলা পুলিশের আয়োজনে পুলিশ মেমোরিয়াল ডেউপলক্ষে শনিবার নড়াইল পুলিশ লাইন্স মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মাশরাফি।
পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।  
এদিকে, নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হুইপ মাশরাফি বিন মতুর্জাসহ অতিথিবৃন্দ। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনারপ্রদান করা হয়। নিহত পুলিশ সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন সময়ে নিহত নড়াইলের ২৪ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এবারের পুলিশ মেমোরিয়াল ডের প্রতিপাদ্য ছিল কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান।’ 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online