সোনামসজিদ সীমান্তে যৌথ অভিযান, মাদকসহ আটক তিন

Jul 22, 2025 - 06:03
 0  7
সোনামসজিদ সীমান্তে যৌথ অভিযান, মাদকসহ আটক তিন
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ফেন্সিডিল, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়।
সোমবার সকাল ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মো. আমীর হোসেনের বাড়িতে এই অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ৮৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক হওয়া তিন জন হলেন  মো. আমীর হোসেন, মো. বাহাদুর হোসেন ও মোসা. জেসমিন। তাদের সবার বাড়ি পিরোজপুর গ্রামে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে। আমাদের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।”
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online