‘দুর্নীতিবাজরা কৃষক ও শ্রমজীবী মানুষের টাকা মেরে দিয়েছে’

Nov 21, 2024 - 02:27
 0  5
‘দুর্নীতিবাজরা কৃষক ও শ্রমজীবী মানুষের টাকা মেরে দিয়েছে’
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেছেন, আল্লাহ ভীতি না থাকার কারণে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে ব্যাপক লুটপাট হয়েছে। পদ্মা সেতু করতে খরচ হয়েছে ৩২ হাজার ৬০০ কোটি টাকা। অথচ সালমান এফ রহমান একাই সাতটি ব্যাংক থেকে লুট করেছে ৩৬ হাজার কোটি টাকা। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে পাচার করেছে ৫০ হাজার কোটি টাকা। এছাড়া সামিট গ্রুপসহ অসংখ্য প্রতিষ্ঠান থেকে ব্যাপক টাকা লুটপাট ও পাচার হয়েছে। শুধুমাত্র আল্লাহ ভীতি না থাকার কারণে এমন লুটপাট এবং দুর্নীতি হয়েছে। এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্যাংকে ঋণখেলাপির পরিমাণ ২ লাখ ১১ হাজার কোটি টাকা। এই টাকা দিয়ে ছয়টি পদ্মা সেতু বানানো যেত। আমাদের কৃষকের টাকা, শ্রমজীবী মানুষের টাকা দুর্নীতিবাজরা ব্যাংক থেকে মেরে দিয়েছে। কারণ তাদের মধ্যে কোন খোদাভীতি ছিল না। ছাত্রশিবিরের কর্মীদের মেসেজ দিতে চাই, সবাইকে সৎ ও আল্লাহ ভীরু হতে হবে। ছাত্রশিবির কোন দুর্নীতি অনিয়ম প্রশ্রয় দে না। তাই সমাজকে নেতৃত্ব দিতে হলে সব নেতাকর্মীকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
ইসলামী ছাত্রশিবির জেলা শাখা আয়োজনে বুধবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এস এম সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবিদ হাসান, ব্যবসায় শিক্ষা সম্পাদক সালাহউদ্দিন, সাবেক জেলা সভাপতি সাইফুল আবদার, খিয়াম উদ্দিন, রফিকুল ইসলাম ও আব্বাস আলীসহ নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online