বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১১ আগস্ট

ময়মনসিংহ, ২১ জুলাই (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১১ আগস্ট।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি জানান, আগামী ৯ আগস্ট প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। ১১ আগস্ট থেকে তাদের ক্লাস শুরু হবে।
প্রসঙ্গত, ১২ এপ্রিল বাকৃবিসহ কৃষিভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা অনলাইনে পছন্দের বিষয়ে আবেদন করে। ২৬ থেকে ২৮ মে বাকৃবিতে সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






