রাবি সাংবাদিকতা বিভাগে সেমিস্টার পদ্ধতির মাস্টার্স চালু

Jul 21, 2025 - 07:25
 0  4
রাবি সাংবাদিকতা বিভাগে সেমিস্টার পদ্ধতির মাস্টার্স চালু
ছবিঃ প্রতিনিধি/ওভি

রাজশাহী, ২০ জুলাই (বিশেষ প্রতিনিধি/আওয়ার ভয়েস): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সেমিস্টার পদ্ধতির স্নাতকোত্তর প্রোগ্রাম চালু হলো।

রোববার বিভাগে এই পদ্ধতির নতুন কারিকুলাম নিয়ে পরিচিতিসভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হোসেন বকুলের সভাপতিত্বে বিভাগের ১২৩নং শ্রেণিকক্ষে অনুষ্ঠিত এই পরিচিতি সভায় মাস্টার্সের শিক্ষার্থীরা ছাড়াও কারিকুলাম কমিটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিভাগের সভাপতি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সেমিস্টার পদ্ধতিতে স্নাতকোত্তরের এই নতুন যাত্রার জন্য শুভকামনা জানান। পরে নতুন কারিকুলাম ও সেমিস্টার পদ্ধতি উপস্থাপন করেন কারিকুলাম কমিটির আহ্বায়ক বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান। তিনি কোর্স রেজিস্ট্রেশন, ক্রেডিট বণ্টন, পরীক্ষা ও গ্রেডিং পদ্ধতি এবং গবেষণাপত্রের নিয়মকানুন বিস্তারিত ব্যাখ্যা করেন।

এ সময় তিনি জানান, শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে এ বছর এআই ইন জার্নালিজম’ (সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা) নামে নতুন একটি কোর্স যোগ করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা সাংবাদিকতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান সমন্বয় সম্পর্কে আধুনিক ধারণা পাবেন।

তিনি জানান, এআই ছাড়াও মিডিয়ার ডিজিটাল ট্রান্সফরমেশন এবং ট্রান্সমিডিয়া স্টোরিটেলিংয়ের মতো বিষয়কেও কোর্স ডিজাইনের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।

অধ্যাপক মশিহুর রহমান আরো জানান, সেমিস্টার পদ্ধতির মাস্টার্স প্রোগ্রামে দুই সেমিস্টারের এমএসএস (কোর্সওয়ার্ক), তিন সেমিস্টারের এমএসএস (মিক্সড মোড) ও চার সেমিস্টারের এমএসএস (থিসিস) পদ্ধতির মধ্যে শিক্ষার্থীদের যে কোন একটি পদ্ধতি বেছে নিতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীরা নতুন পদ্ধতি নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন করেন এবং কারিকুলাম টিমের সদস্যরা সেগুলোর উত্তর দেন। সভায় বিভাগের শিক্ষক ও পিএসসির সাবেক সদস্য প্রফেসর ড. প্রদীপ কুমার পাণ্ডে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নতুন কারিকুলাম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, নতুন কারিকুলামে গবেষণাকেও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন কারিকুলাম কমিটির সদস্য প্রফেসর ড. নাজিয়াত হোসেন চৌধুরী ও সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল কারিকুলাম কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কারিকুলাম কমিটির প্রত্যেকেই অনেক পরিশ্রম করেছেন। আমি কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ এত অল্প সময়ের মধ্যে আপনারা সবাই একটি অসম্ভব সুন্দর কাজ সম্পন্ন করেছেন। আপনাদের আন্তরিকতা ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব হতো না। আশা করি শিক্ষার্থীরা এই কারিকুলামে উপকৃত হবে এবং আমরাও কী কী পড়াতে হবে সে বিষয়ে আরও সচেতন হবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online