নড়াইল-১ আসনে হাতপাখার আব্দুল আজিজের গণসংযোগ
নড়াইল, ১১ নভেম্বর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ ব্যাপক গণসংযোগ করেছেন।
সোমবার জয়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন তিনি। এছাড়া গত কয়েকদিন ধরে কালিয়া পৌর এলাকা, ইলিয়াসাবাদ, শেখহাটি, ভদ্রবিলা, বিছালী, পাঁচগ্রাম, সিংগাশোলপুর, হামিদপুর, পেড়লী, মাউলী, বাঐসোনা, কলাবাড়িয়া, পুরুলিয়া ও চাঁচুড়ী ইউনিয়নে গণসংযোগ করেন এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কালিয়া উপজেলার সভাপতি মাওলানা আলী হুসাইন, সাধারণ সম্পাদক মোহসিন কাজী, সহ-সভাপতি হাফেজ খবির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, নড়াগাতী থানা সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, ইসলামী যুব আন্দোলন কালিয়া উপজেলার সভাপতি হাফেজ মাওলানা আবুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ নাহিদুর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি কালিয়া উপজেলার সাধারণ সম্পাদক শেখ শামীম আহমদ, ইসলামী যুব আন্দোলন নড়াগাতী থানা সহ-সভাপতি মামুনুর রশিদসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই মনোনীত নড়াইল-১ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল আজিজ বলেন, নির্বাচনী এলাকার বিভিন্ন হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রাম-গঞ্জসহ লোকালয়ে প্রতিনিয়ত ছুটে যাচ্ছি। জনসাধারণের ব্যাপক সাড়া পেয়েছি। আগামি সংসদ নির্বাচনে সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটাররা ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। উন্নয়নবঞ্চিত নড়াইল-১ আসনে জনগণের সেবা করতে চাই।
What's Your Reaction?

