নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও সম্মানি প্রদান

Jul 29, 2025 - 05:09
 0  7
নড়াইলে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ ও সম্মানি প্রদান
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, জুলাই (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৫ মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র, অভিধান ও সম্মানি প্রদান করা হয়েছে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স স্কিমের (এসইডিপি) আওতায় মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন ও সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস।
এছাড়া নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক উপাধ্যক্ষ বরুণ কুমার, সদরের সিঙ্গিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদরাসার অধ্যক্ষ নাছির উদ্দিন, সংবর্ধিত শিক্ষার্থী আহসান হাবীবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সভাপতি ও অভিভাবকরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এসএসসিতে ১৪ জন এবং এইচএসসিতে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে এসএসসি পর্যায়ে প্রতিজনকে ১০ হাজার টাকা এবং এইচএসসিতে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়েছে। সংবর্ধিত শিক্ষার্থীরা বর্তমানে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online