নড়াইলে ধানের শীষের প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নড়াইল, ২১ অক্টোবর (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ওপর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নড়াইলে লিফলেট বিতরণ, ধানের শীষের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জের নেতৃত্বে সোমবার নড়াইলের বিভিন্ন এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এর আগে শহরের রূপগঞ্জ, পুরাতন বাসটর্মিনালসহ বিভিন্ন এলাকায় এসব কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
What's Your Reaction?






