সারের সংকট ও নৈরাজ্য রোধে নতুন নীতিমালা বাস্তবায়নের দাবি
মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএডিসি সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশন।
বুধবার শহরের এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা। অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ সোহেল লিখিত বক্তব্যে বলেন, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে বিএডিসি ও বিসিআইসি’র ডিলারদের মধ্যে সারের সুষম বরাদ্দ নিশ্চিত হবে এবং মাঠ পর্যায়ে সারের নৈরাজ্যের অবসান ঘটবে।
সংবাদ সম্মেলনে কমিশন বাড়ানোরও দাবি জানানো হয়। বক্তারা বলেন, ৩০ বছর আগে যে কমিশন ছিল, এখনও সেই হারেই ডিলাররা কমিশন পাচ্ছেন, অথচ খরচ বেড়েছে কয়েকগুণ। কমিশন না বাড়ালে ডিলাররা দুর্নীতির দিকে ধাবিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, তরিকুল ইসলাম, আসাদুজ্জামান বাবু, মতিউর রহমানসহ অন্য সদস্যরা।
What's Your Reaction?

