নড়াইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

Dec 12, 2024 - 08:24
 0  24
নড়াইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
নড়াইলে তিনটি অবৈধ ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার তিনটি ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়।
গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো লোহাগড়ার মানিকগঞ্জ বাজার এলাকার সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। এসব ভাটার সব কাচা ইট ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া, এসআই তরিকুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর নড়াইল সদর উপজেলা প্রশিক্ষক শুভ মালাকারসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ব্যাটালিয়ন আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ইটভাটাগুলোও গুড়িয়ে দেয়া হবে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক আসিফুর রহমান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online