পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভার মেট

Dec 12, 2024 - 07:50
 0  3
পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভার মেট
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটস, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও পটুয়াখালী জেলা রোভারের উদ্যোগে ৪ দিন ব্যাপী বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভার মেট-২০২৪ র উদ্বোধন করা হয়েছে। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মেলন কক্ষে উক্ত উদ্বোধনী অনুষ্ঠান হয়। পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু হানিফের সঞ্চালনায় বরিশাল বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি এল টি কোর্স লিডার অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, পবিপ্রবি রোভার স্কাউটের সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান, দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম তাঁর ছাত্র জীবনের রোভার স্কাউটসের স্মৃতিচারণ করে বলেন, আমি রোভার স্কাউটসের প্রেসিডেন্ট এওয়ার্ডস প্রাপ্ত। রোভার স্কাউটস একজন মানুষকে স্মার্ট ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে।

চার দিন ব্যাপি কোর্সটিতে বরিশাল বিভাগের ছয়টি জেলার রোভার স্কাউটসের সদস্যরা অংশগ্রহণ করেন। রোভারদের বাৎসরিক কর্মসূচির অংশ হিসেবে এই কোর্স পরিচালনা করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online