ডাবলিনে উৎসব মুখর বৈশাখী মেলা অনুষ্ঠিত

মো: সাখাওয়াৎ হোসেন (সাখাওয়াৎ লিটন)
বাংলা ক্যালেন্ডারে পহেলা বৈশাখ বেশ কিছুদিন আগেই চলে গেছে। দেশে এদিনকে ঘিরে আয়োজন করা হয় নানা আচার অনুষ্ঠানের। কিন্তু বিদেশের মাটিতে চাইলেও সঠিক সময়ে পালন করা সম্ভব হয় না বাঙালির এই প্রাণের উৎসব। তারপরও বাঙালী যেখানেই যায়, সঙ্গে করে নিয়ে যায় নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে। আর সেই ধারাবাহিকতায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনন্দ উদ্দীপনায় সম্প্রতি পালন করা হয় বাংলা নববর্ষ-১৪৩২।
সম্প্রতি ডাবলিনের কিলনা মানাঘ পারিবারিক বিনোদন কেন্দ্রে বেঙ্গলী কালচারাল সেন্টার আয়ারল্যান্ডের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়। উক্ত মেলায় আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনসহ পরিবার-পরিজন নিয়ে বাংলাদেশিদের সমাগম হয়।
মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি পিঠাপুলি, ইলিশ পান্তা, বিরিয়ানীর আয়োজন ছিল সবার জন্য। বেনারসি শাড়ি, জামা কাপড়, কাচের চুড়ির দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। এছাড়া বৈশাখী মেলায় বাঙালির কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে ছিল কবিতা আবৃত্তি, গান, নাচসহ নানা আয়োজন।
সবশেষ আয়োজন ছিল রাফেল ড্র। রাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছেন একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার ছিল একটি ট্যাবলেট, তৃতীয় পুরস্কার ছিল স্মার্টওয়াচ। পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী এই আয়োজনের।
মেলার আয়োজক ছিলেন রন্টি চৌধুরী এবং দিদারুল আলম। দিদারুল আলম জানান, প্রবাস জীবনের নানা ব্যাস্ততার মাঝেও বছরের এই একটা দিনের জন্য বাঙালী কমিউনিটির সবাই অপেক্ষায় থাকেন। অন্যান্য বছরের ন্যায় ভবিষ্যতেও আমরা এমন মেলার আয়োজন করবো যাতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম পরিচিত হতে পারেন আমাদের বাঙালী ইতিহাস, ঐতিহ্য আর কৃষ্টির সাথে।
What's Your Reaction?






