গোমস্তাপুরে চৌডালাতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

May 17, 2024 - 23:01
 0  298
গোমস্তাপুরে চৌডালাতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

নুহু আলম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌডালা ইউনিয়নে মমিনপাড়া গ্ৰামে একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো ওই গ্রামের ফাউদ আলির ছেলে ফাহিম আলী (০৪) ও মফিজুল ইসলামের মেয়ে ফারহানা (০৫)।

মৃত শিশুদের স্বজনরা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু ফাহিম ও ফারহানা বাড়ির পাশে পুকুরে পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়।

পরে ফিরতে দেরি হওয়ায় তাদের খোঁজ করলে একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে শিশু দুজনের মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন স্বজনরা। 

এ সময় তারা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মারা যায়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online