চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ফরহাদ খান, নড়াইল
নড়াইল পৌরসভার বরাশুলা এলাকায় চিত্রা নদী থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ আলী রাজের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় আলী রাজ।
সে বরাশুলা এলাকার শেখ সাইফুর রহমানের ছেলে এবং নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি শেখ হাফিজুর রহমানের ভাতিজা।
পরিবার জানায়, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলে সন্ধ্যায় বাড়ির পাশে চিত্রা নদীতে গোসল করতে যায় রাজ। স্রোত থাকায় হঠাৎ করে নদীতে হারিয়ে যায় সে। এ সময় রাজের সঙ্গীরা তার পরিবারকে জানায়। ঘটনার পর থেকে অনেক খোঁজ করেও রাজের কোন সন্ধান পায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বুধবার ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
What's Your Reaction?