সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পবিপ্রবির কর্মকর্তা হানিফ

Dec 28, 2024 - 17:44
 0  6
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পবিপ্রবির কর্মকর্তা হানিফ
ছবিঃ প্রতিনিধি/ওভি

জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবু হানিফ (৪৬) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় পটুয়াখালী জেলার দশমিনা থানার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ও মনোয়ারা বেগমের ছেলে মোহাম্মদ আবু হানিফ নলছিটি থানাধীন বরিশাল পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের চৌমাথা যাত্রাবাড়ি নামক স্থানে দুর্ঘটনার শিকার হন। ওই স্থানের শামীম শিকদারের বাড়ির সামনে কুয়াশাচ্ছন্ন হাইওয়েতে রাস্তার পাশে গাছ ভর্তি থামানো ট্রাকের পিছনে পটুয়াখালী থেকে বরিশাল গামী মোহাম্মদ আবু হানিফের মোটরসাইকেলের (বরিশাল-মেট্রো-ল ১২৬৩৮৩) ধাক্কা লাগলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

মরহুমের মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার ও রেজিস্ট্রার (অঃ দাঃ) অধ্যাপক মোঃ আব্দুল লতিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, এ দুর্ঘটনার বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তাই লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আবু হানিফ একাধারে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা রোভারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার অধ্যাপক মোঃ আব্দুল লতিফ শোক প্রকাশ করে বলেন, মোহাম্মদ আবু হানিফের মৃত্যুতে আমরা সকলে খুবই শোকাহত। তার এই অকাল দুর্বিষহ মৃত্যু কোনভাবেই কাম্য নয়। হায়াত শেষ হওয়ায় মহান আল্লাহর হুকুমে তিনি ইন্তেকাল করেছেন। তার পরিবার এবং স্বজনদের শোক কাটিয়ে ওঠার আল্লাহ তৌফিক দিন এবং তাকে জান্নাতবাসী করুন এই দোয়া রইলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online