কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

Nov 12, 2024 - 18:31
 0  54
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, ১২ নভেম্বর (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি ও কেবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মো. সফিউদ্দিন সেখ।

অনুষ্ঠানে ২০২৪ সালের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী কেবি কলেজের প্রাক্তন শিক্ষার্থী জাইমুন ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান। নবীনবরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, আমি বিশ্বাস করি মেধা ও পরিশ্রমের মাধ্যমে ন্যায়ভিত্তিক পথে তোমরা পৃথিবী জয় করতে পারবে। সময়ের সদ্ব্যবহার করবে, মেধার ব্যবহার করবে, তাহলেই সফলতা অর্জন করতে পারবে। সবসময় মনে রাখবে বড়দের অন্তর থেকে শ্রদ্ধা করতে হবে, মা-বাবার প্রতি খেয়াল রাখতে হবে। কখনও শেকড়কে ভুলে যাবে না, অন্যায়কে মেনে নিবে না এবং দেশের ক্ষতি হয়, এমন কিছু করবে না। সর্বোপরি, দেশের সেবা করতে হবে।

এসময় কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। দিনটি সারা জীবন ধরে রাখার জন্য হৃদয়ে হাত রেখে তোমরা শপথ করেছো, তাই নিজের সাথে প্রতারণা করবে না। কেবি কলেজের শিক্ষার্থীদের কাছে প্রাইভেট, কোচিং কখনই প্রথম পছন্দ নয়। কারণ আমাদের একাডেমিক কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল। একাডেমিকের পাশাপাশি ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তোলার জন্য কলেজ কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে। কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এজন্য শিক্ষার্থীরা অবশ্যই নিয়মিত কলেজে ক্লাস করবে এবং এটার সুফল পাবে ভর্তি পরীক্ষায়। আমি অভিভাবকদের অনুরোধ করবো শিক্ষার্থীদের পাশাপাশি আপনাদেরও সচেতন হতে হবে এবং আমাদের কার্যক্রম সফল করার জন্য সহযোগিতা করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online