শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে গণমাধ্যম সংলাপ

Dec 27, 2024 - 18:58
 0  5
শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে গণমাধ্যম সংলাপ
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে করণীয় এবং সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে নড়াইলে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি)আয়োজনে শুক্রবার স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিডির প্রকল্প সমন্বয়নকারী এস এম আহসান উল্লাহ সরকার, প্রোগ্রাম অফিসার সুদীপ কুমার ঘোষ, সাংবাদিক কার্তিক দাস, এম মুনীর চৌধুরী, কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন রানা, আল আমিনসহ অনেকে।
আয়োজকরা জানান, এসিডির শেল্টার হোম কর্মসূচীর মাধ্যমে শিশুদের তথ্যানুসন্ধান, উদ্ধার, আশ্রয় প্রদান, খাদ্য সহায়তা, পোশাক প্রদান, মনো-সামাজিক সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইনী সহায়তা, বিনোদন, ডান্স মুভমেন্ট থেরাপি, জীবন দক্ষতা প্রশিক্ষণ, কারাতে প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ ও পূনর্বাসনসহ বিভিন্ন সেবা দেয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online