বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

Dec 16, 2024 - 18:03
 0  9
বিজয় দিবস উপলক্ষ্যে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
৫৪তম মহান বিজয় দিবস -২০২৪ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে র‍্যালি শুরু হয় এবং শান্তি মোড়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক আবু বকর এর সঞ্চালনায় উক্ত র্যাসলি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোহম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহম্মদ নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান, ৭১ এর মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া করেন এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানের শহীদ ছাত্র জনতার কথা স্মরণ করেন। তিনি বলেন, আমরা স্বাধীন বাংলাদেশে কোন চাঁদাবাজ ও ঘুষখোর দেখতে চাই না। আমরা স্বাধীন বাংলাদেশে ভারতীয় কোন দালালকে দেখতে চাই না। এছাড়া তিনি পতিত স্বৈরাচার আওয়ামী দোসরদের সকল গুম খুন অপরাধের বিচার দাবী করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুস সবুর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান এবং অধ্যাপক আবুল হাসান।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি আব্দুল আজিজ প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online