শ্রমিকদল নেতাদের শুভেচ্ছা বিনিময় ও দোয়া অনুষ্ঠিত

Aug 24, 2025 - 06:29
 0  5
শ্রমিকদল নেতাদের শুভেচ্ছা বিনিময় ও দোয়া অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, আগস্ট (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস)নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবীর নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। এছাড়া দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার লোহাগড়ার হান্দলা গ্রামে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সভাপতি মোশফেকুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আমল, শ্রমিকদল নেতা আব্দুর রশিদ, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, লোহাগড়া উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব সাইদুর রহমান সহিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানি, নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিএনপি, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রমিকদল নেতা হুমায়ুন কবীর জানান, প্রায় ২০ বছর মালয়েশিয়া আছেন তিনি। দীর্ঘ প্রবাস জীবনে মাঝে-মধ্যে দেশে আসেন। এরই ধারাবাহিকতায় এবার দেশে এসে বিএনপি, শ্রমিকদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন তিনি।

এদিকে, জনসেবার পাশাপাশি এলাকার উন্নয়নে হুমায়ুন কবীর কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন এলাকাবাসীসহ বিভিন্ন পেশার মানুষ। এছাড়া সবাইকে সঙ্গে নিয়ে দলকে আরো শক্তিশালী করতে কাজ করছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online