‘গণহত্যার বিচার ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে’

Aug 24, 2024 - 04:34
 0  30
‘গণহত্যার বিচার ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে’
ছবিঃ প্রতিনিধি/ওভি

ফরহাদ খান, নড়াইল
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নড়াইলে আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নড়াইলের সুলতান মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি সাজ্জাদ হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল মুনতাসির আহমদ।
হাসিব মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের জেলা শাখা সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মুফতি কামরুল ইসলাম আনসারী, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি সৈয়দ ওমর ফারুক, ইসলামী আন্দোলনের কালিয়া উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ খবির উদ্দিন, লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারী হাফিজুর রহমান খান, নড়াগাতী থানা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি তাজবীরসহ অনেকে।  
বক্তারা বলেন, বাংলাদেশকে উন্নত জাতি হিসেবে গঠন করতে হলে শিক্ষাখাতে আমূল পরিবর্তন করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলনের মূল উদ্দেশ্য, বৈষম্যহীন ছাত্র আন্দোলনেরও একই উদ্দেশ্য। দেশের জনগণ সর্বাবস্থায় একই সুবিধা ভোগ করবেন। সন্ত্রাসী ছাত্র সংগঠনগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। এছাড়া  গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান বক্তারা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online