লোহাগড়ায় শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Aug 1, 2025 - 14:26
 0  8
লোহাগড়ায় শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
ছবিঃ প্রতিনিধি/ওভি

নড়াইল, জুলাই (জেলা প্রতিনিধি/আওয়ার ভয়েস) নড়াইলের লোহাগড়া উপজেলার এল এস জে এন ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহযোগিতায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সমাবেশ ছাড়াও রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
শপথবাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নির্বাহী সদস্য কোহিনুর পারভিন। পরে বিজয়ী ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডক্টর সৈয়দ ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ।
এছাড়া বক্তব্য দেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ও এসআই শাহীন মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ নজরুল ইসলামসহ অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online