দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন: বুলবুল

Aug 1, 2025 - 14:54
 0  6
দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন: বুলবুল
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, “দুর্নীতি দূর করতে হলে দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রয়োজন।

তিনি বলেন, যারা অতীতে দেশের শাসনক্ষমতায় থেকে তিনবার দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, তাদের দ্বারা দেশ কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না।

বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর শাখার আয়োজনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়, তাদের দ্বারা দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। বরং তারা ক্ষমতায় গেলে পুনরায় দেশকে দুর্নীতিতে নিমজ্জিত করবে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে।

তিনি বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠন। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই কাজ করছে। জামায়াতের নেতৃত্বে এমন নেতারা আছেন যারা দায়িত্বে থাকাকালে একটুও দুর্নীতির অভিযোগের মুখোমুখি হননি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেও কখনও দুর্নীতির অভিযোগ পাননি।

তিনি আরও দাবি করেন, মঈন-ফখরুদ্দিন সরকারের আমলেও জামায়াতের কোন নেতা দুর্নীতির দায়ে গ্রেফতার হননি। বর্তমান সরকারও জামায়াত নেতাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পায়নি।

নারী অধিকার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীর ক্ষমতায় গেলে নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র তৈরি করা হবে। ইসলাম নারীর মর্যাদা, অধিকার ও সুরক্ষার একমাত্র নিশ্চয়তা দেয়। নারী ও পুরুষ উভয়েই সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

ভিন্ন ধর্মাবলম্বীদের প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কাউকে সংখ্যালঘু হিসেবে দেখা হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে।

তিনি আরও বলেন, “আপনারা কেউ আমার বোন, কেউ মায়ের মতো। আপনাদের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনকে একটি মানবিক, কল্যাণ ও উন্নত সমাজে রূপান্তর করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি এনায়াতুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online