রহনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া

মোঃ তুহিন, গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রহনপুর স্টেশনপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিনের সভাপতিত্বে নিজ বাস ভবন সংলগ্ন এলাকায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) নিয়ে গঠিত আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিনের আয়োজনে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ নেতা মুশা মার্চেন্ট, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু, ছাত্রদল নেতা জাহিদ হাসান মুক্তা, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ।
ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
What's Your Reaction?






