চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজ থেকে ককটেল উদ্ধার

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নবাবগঞ্জ সরকারি কলেজের ভিতর থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেল ৪টার দিকে কলেজের শহীদ মিনারের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পেছনে একটি শপিং ব্যাগে ককটেল সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। কে বা কারা ককটেলগুলো রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
What's Your Reaction?






