ভোলাহাট সীমান্তে অভিযানে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ

Nov 4, 2025 - 04:53
 0  7
ভোলাহাট সীমান্তে অভিযানে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ
ছবিঃ প্রতিনিধি/ওভি

মুসা মিয়া, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

রবিবার ভোররাতে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি মহাপরিচালক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সদস্যরা সর্বদা সজাগ ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামস্থ একটি আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটক মদ জিডি করে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবির অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবির এই কার্যক্রমে সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে সচেতনতা ও তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online