বাকৃবিতে ছাত্রশিবিরের ১২০০ কুরআন উপহার প্রদান

May 15, 2025 - 21:59
 0  4
বাকৃবিতে ছাত্রশিবিরের ১২০০ কুরআন উপহার প্রদান
ছবিঃ প্রতিনিধি/ওভি

ময়মনসিংহ, মে (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) কোরআন ফর অলপ্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন উপহার প্রদান কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কোরআন বিতরণ কর্যক্রম শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের জন্য বিনামূল্যে ১২০০ কপি অর্থসহ কোরআন বিতরণ করা হয়।

এর আগে পবিত্র রমজান মাসে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ করে বাকৃবি ছাত্রশিবির। জানা যায়, ১১ মে কোরআন দিবস উপলক্ষে বাকৃবি ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণের কথা ছিল। তবে বৈরি আবহাওয়ার জন্য সেটি পিছিয়ে বৃহস্পতিবার কোরআন বিতরণ করা হলো। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একটি অস্থায়ী বুথ স্থাপন করে এই কার্যক্রম পরিচালনা করা হ। সেখানে কোরআনের পাশাপাশি ছাত্রশিবিরের ঐতিহাসিক কোরআন দিবসের পটভূমি সংক্রান্ত লিফলেট বিতরণ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশা জানতে চেয়ে পরামর্শ বক্সস্থাপন করা হয়ে।

আয়োজকরা জানান, কুরআন বিতরণ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ব্যাপক সাড়া মিলেছে। সকলের মাঝে ১২০০ কপি কুরআন বিতরণ করার পরিকল্পনা রয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা সেখানে এসে সুশৃঙ্খলভাবে কোরআন গ্রহণ করন এবং শিবিরের কার্যক্রম সম্পর্কেও অবগত হন। 

কোরআন নিতে আসা এক শিক্ষার্থী বলেন, ‘ক্লাস শেষে হলের দিকে যাচ্ছিলাম, তখন দেখি কুরআন বিতরণের এই আয়োজন। সেটি দেখে বেশ ভালো লাগছে। দেখলাম এটি বাংলা অনুবাদ করা আছে আসলে আমরা কোরআন পড়ি কিন্তু অর্থ জানি না, কিন্তু অর্থ জানা জরুরী। এই আয়োজনটি অনেক সুন্দর হয়েছে এবং স্বাগত জানাই।

ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহবুবা সাদিয়া বলেন, ‘আজকের এই উদ্যোগটি অনেক ভালো লাগছে আমি মূলত কুরআন শরীফটি নিচ্ছি আমার মায়ের জন্য। এছাড়া আয়োজনটি আমাদেরকে কুরআন শরীফ পড়ার জন্য আরও উদ্বুদ্ধ করছে।

এ বিষয়ে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘১১ মে কুরআন দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং আশেপাশে যারা আছেন তাদের মাঝে কুরআন উপহার দেওয়া হয়। ঐদিন বৈরি আবহাওয়ার কারণে আমরা তা করতে পারিনি। তবে আজকে আবহাওয়া ভালো থাকায়, আমরা সকলের মাঝে কুরআন উপহার দিচ্ছি। আমরা ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি করতে চাই। ছাত্রদের যে কোন যৌক্তিক দাবিতে ছাত্রশিবির সবসময় পাশে আছে। আমাদের পাশে পরামর্শ বক্স রয়েছে সেখানে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিচ্ছে যে আমরা আগামীতে কিভাবে আরো শিক্ষার্থীবান্ধব কাজ করতে পারি। সেই আলোকে আমরা ক্যাম্পাসে কর্মসূচি সাজাবো এবং বাস্তবায়ন করব। শিক্ষার্থী বন্ধুদের আহ্বান করবো আমাদের যে কোন পরামর্শ দিবেন। যাতে ক্যাম্পাসের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ভালো হয় এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুস্থ থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

News Desk Chief Editor, Our Voice Online