বাকৃবিতে আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ময়মনসিংহ, ২৬ জানুয়ারি (বাকৃবি প্রতিনিধি/আওয়ার ভয়েস) – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস, দাবা ও ক্যারাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তারা।
ছয় দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় ২১ জানুয়ারি। এতে বিশ্ববিদ্যালয়ের ১৪টি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন খেলায় বিজয়ী ও রানার্স আপদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
মেয়েদের ক্যারামে সেরা খেলোয়াড় হন তাপসী রাবেয়া হলের ফাতেমাতুজ জোহরা এবং ছেলেদের মধ্যে ফজলুল হক হলের কিরণ। টেবিল টেনিসে মেয়েদের সেরা খেলোয়াড় হন তাপসী রাবেয়া হলের মীম এবং ছেলেদের মধ্যে বশেমু হলের মুরাদ।
দাবা খেলায় ছেলেদের বিভাগে বিজয়ী হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল এবং রানার্স আপ বশেমু হল। মেয়েদের দাবায় বিজয়ী বেগম রোকেয়া হল এবং রানার্স আপ সুলতানা রাজিয়া হল।
ক্যারাম খেলায় ছেলেদের বিভাগে বিজয়ী ফজলুল হক হল এবং রানার্স আপ বশেমু হল। মেয়েদের বিভাগে বিজয়ী তাপসী রাবেয়া হল এবং রানার্স আপ জুলাই ৩৬ হল।
টেবিল টেনিসে মেয়েদের বিভাগে বিজয়ী তাপসী রাবেয়া হল এবং রানার্স আপ বেগম রোকেয়া হল। ছেলেদের বিভাগে বিজয়ী বশেমু হল এবং রানার্স আপ শাহজালাল হল।
ব্যাডমিন্টনে ছেলেদের বিভাগে বিজয়ী বশেমু হল এবং রানার্স আপ ঈশা খাঁ হল। মেয়েদের বিভাগে বিজয়ী বেগম রোকেয়া হল এবং রানার্স আপ সুলতানা রাজিয়া হল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের মধ্যে প্রাণ সঞ্চার করার লক্ষ্যে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে সুযোগ করে দেওয়া। আগামীতে এ আয়োজন আরও বড় পরিসরে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার্থীদের খেলাধুলায় আরও অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং সঞ্চালনায় ছিলেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ হেলাল উদ্দীন, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বিভিন্ন হলের প্রভোস্ট এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
What's Your Reaction?